টানা তিন ম্যাচ ধরে জয়হীন রিয়াল মাদ্রিদ। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকা নিয়ে আছে গুঞ্জনও। রয়েছে দলের কোচ শাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনাও। তবে এসবের কোনো কিছুতেই মনোযোগ দিচ্ছেন না চাপে থাকা এই কোচ। জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে সমর্থন বার্তারও প্রয়োজন নেই তার...