২০১১ তে নিজের অভিষেক বিশ্বকাপে খুব ভালো শুরু করার পরও পারেননি। পরের দুই বিশ্বকাপ ২০১৫, ২০১৯-এও ছিলেন না গোনার ভেতরে। তবে আরেকটু পরিণত হয়েই যেন পারতে চেয়েছিলেন বিরাট কোহলি। পারবেনও হয়ত। কারণ আলোচনায় ও পরিসংখ্যানে তাঁর নাম যে সবার আগে! কিন্তু কী পারবেন কোহলি? তা জানতে দেখুন `অল আউট স্পোর্টস`- এর প্রতিবেদন।
মন্তব্য করুন: