দলের শিরোপা জয়ের জন্য ব্যাটিংয়ে কী করেননি কোহলি? রান করেছেন প্রতিটি ম্যাচে। ভেঙেছেন একের পর এক রেকর্ড। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। কিন্তু তারপরও তো জিততে পারলেন না। কাঙ্খিত ট্রফি হাতে নিয়ে উল্লাসে মেতে উঠতে পারলেন না। তাই টুর্নামেন্ট সেরা হয়েও যেন অভাগা বিরাট কোহলি। অভাগা কোহলিকে নিয়ে বিস্তারিত দেখুন ‘অল আউট স্পোর্টস’-এর প্রতিবেদনে।
মন্তব্য করুন: