২০২৩ মৌসুমটা দারুণ কাটছে টিম অস্ট্রেলিয়ার। ধরা দিচ্ছে একের পর এক সাফল্য। অনেকটা স্বপ্নের সময়ই যেন পার করছে প্যাট কামিন্সের দল। ক্রিকেটের বড় ইভেন্টগুলোতে জেতার এই ধারাবাহিকতা ২০২৩ সালকে বানিয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্নের বছর। অজিরা এবছর কী কী ট্রফি জিতল সেটিই জেনে নিন ‘অল আউট স্পোর্টস’-এর প্রতিবেদনে...
মন্তব্য করুন: