ফুটবল পাগল এক কিশোরের গল্প এটি। যে মায়ের ভয়ে মাঠে যেত লুকিয়ে লুকিয়ে। বৃত্তির টাকা দিয়ে কিনেছিল একজোড়া বুট। কিন্তু সেটিও মায়ের ভয়ে বাসায় আনতে পারেনি। সেই দুরন্ত কিশোরটিই আজকের জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন। দুরন্ত মোরসালিনের ফুটবল তারকা হয়ে ওঠার জার্নিটাই জানুন ‘অল আউট স্পোর্টস’-এর প্রতিবেদনে...
মন্তব্য করুন: