শেষ হলো লিওনেল মেসির পিএসজি অধ্যায়। শেষটা হলো কী সাধারণ ভাবে! কোনও উত্তাপ নেই। যেন এই অপেক্ষাতেই ছিল ফুটবল দুনিয়া। পিএসজি সমর্থক কিংবা মেসিভক্তরা কি তাতে হাঁফ ছেড়ে বাঁচলো! দুই বছরের সম্পর্কে মেসি কি কিছুই দেননি প্যারিসের ক্লাবটিকে? নাকি পিএসজিতে কোনও প্রাপ্তি নেই মেসির? দেখুন ‘অল আউট স্পোর্টস’-এ
মন্তব্য করুন: