শ্বশুরের অভিযোগের জবাবে মুখ খুললেন রবীন্দ্র জাদেজার স্ত্রী

১২ ফেব্রুয়ারি ২০২৪

শ্বশুরের অভিযোগের জবাবে মুখ খুললেন রবীন্দ্র জাদেজার স্ত্রী

ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজার এক সাক্ষাৎকারে তোলপাড় পড়ে গেছে। সেই সাক্ষাৎকারে ছেলে এবং পুত্রবধুর বিরুদ্ধে সব ক্ষোভ উগড়ে দিয়েছেন জাদেজার বাবা। বিষয়টি নিয়ে আগেই ফেসবুকে নিজের অবস্থান জানিয়েছেন রবীন্দ্র জাদেজা। এবার মুখ খুললেন তার জীবনসঙ্গী রিভাবা।

সম্প্রতি দিব্যা ভাস্কর নামের একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জাদেজার বাবা বলেন, সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার (জাদেজার স্ত্রী) কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দুই-তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে আমি একাই থাকি। রবীন্দ্র এবং রিভাবা আলাদা বাড়িতে থাকে। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না রবীন্দ্রর ওপর তার স্ত্রী কী জাদু করেছে! সে স্ত্রীর কথায় ওঠে-বসে।

ছেলের সঙ্গে কী নিয়ে বিরোধের শুরু, সে বিষয়েও আভাস দিয়েছেন অনিরুদ্ধসিন জাদেজা, বিয়ের তিন মাসের মধ্যে রবীন্দ্রর স্ত্রী সব সম্পত্তি তার নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেয় রিভাবা। সে পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নাবা (জাদেজার বোন) ভুল হতে পারে, কিন্তু পরিবারের আরও ৫০ জন লোক ভুল হতে পারে না। ওদের সঙ্গে পরিবারের কারও কোনো সম্পর্ক নেই। গত পাঁচ বছরে নাতনির মুখ দেখিনি। সব কিছুই দেখে রবীন্দ্রর শ্বশুরবাড়ির লোকজন। তারা সবকিছুতেই নাক গলায়। আসলে তাদের নজর রবীন্দ্রর টাকার দিকে।

আরও পড়ুন : ‘ছেলে বউয়ের কথায় ওঠে-বসে’- জাদেজার বাবার সাক্ষাৎকারে তোলপাড়

এই সাক্ষাৎকার ভাইরাল হতেই মুখ খুলেছেন রবীন্দ্র জাদেজা। সোশ্যাল মিডিয়ার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানিয়েছেন, এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যা বলা হয়েছে, সেগুলোর কোনো মানেই হয় না। সব মিথ্যা। এক পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। আমি সবকিছু অস্বীকার করছি। আমার স্ত্রীয়ের চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে। কিন্তু সেগুলো প্রকাশ্যে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাদেজার জীবনসঙ্গী জামনগরের বিজেপি বিধায়ক রিভাবা। এক রাজজনৈতিক কর্মসূচিতে তাকে তার শ্বশুরের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আজ এখানে কেন এসেছি? এটা রাজনৈতিক কর্মসূচি। এখানে পারিবারিক বিষয় নিয়ে কথা বলব না। আপনাদের কিছু জানার থাকলে অন্য সময় কথা বলুন, সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আমারও অনেক কিছু বলার আছে।

রিভাবার কথায় স্পষ্ট, শ্বশুরের বিরুদ্ধে তারও অনেক অভিযোগ আছে। ২০১৭ সালে জাদেজা-রিভাবার বিয়ে হয়। জাদেজাকে ক্রিকেটার বানানোই ভুল ছিল বলে জানান তার বাবা, ও যে আমার ছেলে, এটাই এখন আমার সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা। ওকে বিয়ে না দিলেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো। তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো।

মন্তব্য করুন: