সুরেশ রায়না
শুধু বেঙ্গালুরুর কথা বলছি না, আরও কয়েকটা দল আছে যারা আইপিএল জেতেনি। চেন্নাই পার্টি করেনি, তাই পাঁচবার আইপিএল জিতেছে। ২১ এপ্রিল ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে ▷ অনেক ম্যাচ হারালে এর দায় কোচের ওপরই বর্তায়। দলটির আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং আমি তা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি ▷ এই সিদ্ধান্ত অবসরের নয়, আমি খেলা ছাড়ার কথাও ভাবছি না। আমি এই ম্যাচে খেলছি না কারণ আমি রান করতে পারছি না ▷ আমি মনে করি রেলিগেশনের একটি সম্ভাবনা আছে। সমর্থকদের সঙ্গে এই বিষয়ে আমাদের পরিষ্কার থাকতে হবে। আমাদের কিছু পরিবর্তন করতে হবে ▷
মন্তব্য করুন: