সাকিব আল হাসানের দেশা ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস।
সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে ▷ ৭ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমরা এই আলোচনা করেছি যখন আমি (লিভারপুল) ছেড়েছি। কিন্তু যদি এমন কিছু হয়, আমি সবাইকে বলব, মায়োর্কার জন্য ফ্লাইট বুক কর। আমরা আমার বাগানে নিজস্ব প্যারেড করব ▷ দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই ▷ দল নির্বাচনের প্রক্রিয়ায় সাকিবের অবস্থানটা শুধু ব্যাটার হিসেবে ছিল আমাদের কাছে। এই দলে আসলে সমন্বয় সাজাতে গিয়ে তাকে এই ১৫ জনের মধ্যে আমরা জায়গা দিতে পারিনি ▷ লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একই রকম। তারপরও অনেক আস্থা রেখেছিলাম ▷
মন্তব্য করুন: