মেহেদী হাসান মিরাজের সঙ্গে রেকর্ড জুটি গড়ার প্রসঙ্গে লিটন দাস।
আমি মেহেদীর সাথে ব্যাটিং করাটা উপভোগ করি। সে সবসময় ইতিবাচক থাকে। আমরা সবসময় ভেবেছি কীভাবে আমরা রান করতে পারি ▷ ১ সেপ্টেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন দল নির্বাচনের প্রক্রিয়ায় সাকিবের অবস্থানটা শুধু ব্যাটার হিসেবে ছিল আমাদের কাছে। এই দলে আসলে সমন্বয় সাজাতে গিয়ে তাকে এই ১৫ জনের মধ্যে আমরা জায়গা দিতে পারিনি ▷ লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একই রকম। তারপরও অনেক আস্থা রেখেছিলাম ▷ আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক ▷ তোর অবসরে আমি শুধু এটুকুই জানাতে চাই, তোর প্রতিটি অর্জনে আমি কতটা গর্বিত, দোস্ত। তুই বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ একজন দূত এবং বিশ্বমানের ব্যাটার ▷
মন্তব্য করুন: