ভিনিসুসের ব্যালন ডি`অর না পাওয়ার প্রসঙ্গে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। ভিনিসুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্যরকম স্বীকৃতি ▷ ২ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমি মনে করি রেলিগেশনের একটি সম্ভাবনা আছে। সমর্থকদের সঙ্গে এই বিষয়ে আমাদের পরিষ্কার থাকতে হবে। আমাদের কিছু পরিবর্তন করতে হবে ▷ ইমরুল কায়েসকে মিচেল মার্শ সুপারিশ করেছিল বোসিস্টোর কথা। ইমরুল যখন আমাকে ওর ভিডিওটা পাঠায়। আগের ভিডিও দেখেছি, সেটার সঙ্গে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নাই ▷ একবার দেখুন বিরাট কোথায় হাঁটছে। সে তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই ▷ হ্যাঁ, অবশ্যই এটা পূর্বপরিকল্পিত ছিল। বিশেষ করে গতির সঙ্গে।… এটা আমার ব্যাটিং কোচ তাহমিদের সঙ্গে অনুশীলন করেছি ▷
মন্তব্য করুন: