ভয়াবহ ব্যাটিং ধসে আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে হারের কারণ হিসেবে অধিনায়ক শান্ত।
আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। কারণ আমি থিতু হয়ে গিয়েছিলাম। এই ধরনের কন্ডিশনে আরও লম্বা সময় ব্যাট করা প্রয়োজন ছিল ▷ ৭ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন সব ভালো জিনিসের মতো এটিরও (সহকারী কোচের দায়িত্ব) শেষ হতেই হতো। বাংলাদেশ দলের হয়ে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি আমি ▷ আমাদের কয়েক বছরের দারুণ জুটি ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে আমাকে কারোর সঙ্গে ভাগাভাগি করতে চায়নি ▷ আমরা এই আলোচনা করেছি যখন আমি (লিভারপুল) ছেড়েছি। কিন্তু যদি এমন কিছু হয়, আমি সবাইকে বলব, মায়োর্কার জন্য ফ্লাইট বুক কর। আমরা আমার বাগানে নিজস্ব প্যারেড করব ▷ দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই ▷
মন্তব্য করুন: