জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেওয়ার প্রসঙ্গে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন।
আমার মনে হয়, এখনই সঠিক সময়। আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের শেষে আমি যদি আরও একটা জেনারেশনকে হেল্প করতে পারি, তাহলে সেটা আমার নিজের কাছেও ভালো লাগবে ▷ ১০ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন অনেক কিছুই মানুষকে জাতীয় দলের প্রতি আশাহত করতে পারে। কিন্তু আমরা আহ্বান জানাই, আপনারা কখনোই দলের প্রতি আবেগ হারিয়ে ফেলবেন না ▷ আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে, তাতে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারব এবং আরও কয়েক বছর খেলতে পারব ▷ এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির ব্যাটিং নয়, এটা তাদের কোচ এবং চাপের মুখে তার (গম্ভীরের) শান্ত থাকার ক্ষমতা ▷ ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো। তাহলে কষ্ট পাব না। আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে ▷
মন্তব্য করুন: