প্রথমবারের মতো বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে চান কামিন্স।
আমার মনে হয়, ড্রেসিং রুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। তাই আমাদের অনেকের জন্য এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করার বাকি আছে ▷ ২১ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমি দায়িত্ব নিতে ভালোবাসি। ছোটবেলা থেকেই কঠিন কাজ করার ইচ্ছা ছিল। এটাও তেমনই একটি চ্যালেঞ্জ। এটি আমাকে নতুনভাবে পরীক্ষা করার সুযোগ দিচ্ছে ▷ অনেক কিছুই মানুষকে জাতীয় দলের প্রতি আশাহত করতে পারে। কিন্তু আমরা আহ্বান জানাই, আপনারা কখনোই দলের প্রতি আবেগ হারিয়ে ফেলবেন না ▷ আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে, তাতে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারব এবং আরও কয়েক বছর খেলতে পারব ▷ এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির ব্যাটিং নয়, এটা তাদের কোচ এবং চাপের মুখে তার (গম্ভীরের) শান্ত থাকার ক্ষমতা ▷
মন্তব্য করুন: