রোহিত-গিল একাদশে ফিরলেও অ্যাডিলেইডে রাহুলকে টপ-অর্ডারে দেখতে চান পুজারা।
রোহিত যদি ওপেন করতে চায়, রাহুলের তিনে ব্যাট করা উচিত। এর নিচে অবশ্যই নয়। আমার মতে, তাকে টপ-অর্ডারেই ব্যাট করতে হবে ▷ ২৯ নভেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমি ছেলেদের সবসময় বলি, চাপ নিও না। খেলাটা উপভোগ করো। কারণ আমরা জানি, আমাদের দলে দারুণ বোলিং আক্রমণ ও ব্যাটিং আছে ▷ আমার ধারণা, এটা ভয়াবহ ভুল–বোঝাবুঝি ছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি নিজেকে, ব্যাটে এবং আশপাশে যা কিছু ছিল, সবকিছুতে লাথি মারছিলাম ▷ ২০২৫ সালকে আমি ইতিবাচক হিসেবে দেখছি, যদিও আমি ভুল হতে পারি। আমরা এখনও সব প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে আছি ▷ সাধারণত টি-টুয়েন্টি ম্যাচগুলি আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই ▷
মন্তব্য করুন: