ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের খেলার প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও (সাকিব) তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই ▷ ১ ডিসেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিশ্চিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, মারাদোনাকে অগ্রাধিকার দিতে পারেন ▷ আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের কথা বিবেচনায় চলে যাওয়ার এটিই সঠিক সময়, কারণ এ সময়টায় তিন থেকে চারজন তরুণ খেলোয়াড় দলে আসতে পারবে ▷ এটা অবশ্যই লাইক-ফর-লাইক বদলি নয়। আমরা এটার সঙ্গে একমত নই। হয় শিভাম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গেছে অথবা হার্শিতের ব্যাটিংয়ে আচমকা অনেক উন্নতি হয়েছে ▷ আমি জানুয়ারির শুরুতেও ভাবিনি যে সান্তোসে ফিরে আসব বা আল-হিলাল ছাড়ব।... এরপর সান্তোসে ফেরার সুযোগ এলো এবং আমি দ্বিতীয়বার ভাবিনি ▷
মন্তব্য করুন: