এমবাপ্পের ছন্দে ফেরা নিয়ে রিয়াল কোচ আনচেলত্তি।
এমবাপ্পে আত্মসমালোচনা করেছে এবং এ কারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, যা জটিল হতে পারত ▷ ২৩ ডিসেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন একবার দেখুন বিরাট কোথায় হাঁটছে। সে তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই ▷ হ্যাঁ, অবশ্যই এটা পূর্বপরিকল্পিত ছিল। বিশেষ করে গতির সঙ্গে।… এটা আমার ব্যাটিং কোচ তাহমিদের সঙ্গে অনুশীলন করেছি ▷ তাদের কোচিং করানো আমার দায়িত্ব। অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে সবকিছু আরও কঠিন লাগছে ▷ আমি ছেলেদের সবসময় বলি, চাপ নিও না। খেলাটা উপভোগ করো। কারণ আমরা জানি, আমাদের দলে দারুণ বোলিং আক্রমণ ও ব্যাটিং আছে ▷
মন্তব্য করুন: