চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটনের না থাকা প্রসঙ্গে তানজিদ হাসান তামিম।
দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই ▷ ১৫ জানুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের।… খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী ▷ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।… সবকিছুর সমাপ্তি সবসময় নিখুঁত হয় না। তবে হ্যাঁ বলতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয় ▷ পাওয়ারপ্লের পর আমরা কয়েকটি উইকেট হারাই এবং তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে হয়তো ২০ রান কম করেছি ▷ আমি এই ফরম্যাট (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। সামনের দিনে যেন এই বিষয়ে আর কোনো গুঞ্জন না ছড়ায় তাই নিশ্চিত করলাম ▷
মন্তব্য করুন: