২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপ্পের আচরণ সম্পর্কে নেইমার।
আমাদের কয়েক বছরের দারুণ জুটি ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে আমাকে কারোর সঙ্গে ভাগাভাগি করতে চায়নি ▷ ১৭ জানুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন সব ভালো জিনিসের মতো এটিরও (সহকারী কোচের দায়িত্ব) শেষ হতেই হতো। বাংলাদেশ দলের হয়ে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি আমি ▷ আমরা এই আলোচনা করেছি যখন আমি (লিভারপুল) ছেড়েছি। কিন্তু যদি এমন কিছু হয়, আমি সবাইকে বলব, মায়োর্কার জন্য ফ্লাইট বুক কর। আমরা আমার বাগানে নিজস্ব প্যারেড করব ▷ দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই ▷ দল নির্বাচনের প্রক্রিয়ায় সাকিবের অবস্থানটা শুধু ব্যাটার হিসেবে ছিল আমাদের কাছে। এই দলে আসলে সমন্বয় সাজাতে গিয়ে তাকে এই ১৫ জনের মধ্যে আমরা জায়গা দিতে পারিনি ▷
মন্তব্য করুন: