বিদায়ী বার্তায় বাংলাদেশের সাবেক সহকারী কোচ নিক পোথাস।
সব ভালো জিনিসের মতো এটিরও (সহকারী কোচের দায়িত্ব) শেষ হতেই হতো। বাংলাদেশ দলের হয়ে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছি আমি ▷ ১৭ জানুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন আমাদের কয়েক বছরের দারুণ জুটি ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে আমাকে কারোর সঙ্গে ভাগাভাগি করতে চায়নি ▷ আমরা এই আলোচনা করেছি যখন আমি (লিভারপুল) ছেড়েছি। কিন্তু যদি এমন কিছু হয়, আমি সবাইকে বলব, মায়োর্কার জন্য ফ্লাইট বুক কর। আমরা আমার বাগানে নিজস্ব প্যারেড করব ▷ দাদা কেমন ব্যাটার, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। অবশ্য এদিক থেকে আমারও মন খারাপ যে, উনি দলে নেই ▷ দল নির্বাচনের প্রক্রিয়ায় সাকিবের অবস্থানটা শুধু ব্যাটার হিসেবে ছিল আমাদের কাছে। এই দলে আসলে সমন্বয় সাজাতে গিয়ে তাকে এই ১৫ জনের মধ্যে আমরা জায়গা দিতে পারিনি ▷
মন্তব্য করুন: