শিভাম দুবের কনকাশন বদলি হিসেবে হার্শিত রানাকে নামানো নিয়ে ক্ষুব্ধ জস বাটলার।
এটা অবশ্যই লাইক-ফর-লাইক বদলি নয়। আমরা এটার সঙ্গে একমত নই। হয় শিভাম দুবের বলের গতি ঘণ্টায় ২৫ মাইল বেড়ে গেছে অথবা হার্শিতের ব্যাটিংয়ে আচমকা অনেক উন্নতি হয়েছে ▷ ১ ফেব্রুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের।… খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী ▷ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।… সবকিছুর সমাপ্তি সবসময় নিখুঁত হয় না। তবে হ্যাঁ বলতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয় ▷ পাওয়ারপ্লের পর আমরা কয়েকটি উইকেট হারাই এবং তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে হয়তো ২০ রান কম করেছি ▷ আমি এই ফরম্যাট (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। সামনের দিনে যেন এই বিষয়ে আর কোনো গুঞ্জন না ছড়ায় তাই নিশ্চিত করলাম ▷
মন্তব্য করুন: