ক্রিকেট সমর্থকদের শুধু বাংলাদেশকেই সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল।
এখানে কোনো তামিমিয়ান, কোনো সাকিবিয়ান বা মাশরাফিয়ান নেই। শুধু একটাই সমর্থনের বিষয় আছে, বাংলাদেশ। এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে ▷ ৮ ফেব্রুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন পাওয়ারপ্লের পর আমরা কয়েকটি উইকেট হারাই এবং তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে হয়তো ২০ রান কম করেছি ▷ আমি এই ফরম্যাট (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। সামনের দিনে যেন এই বিষয়ে আর কোনো গুঞ্জন না ছড়ায় তাই নিশ্চিত করলাম ▷ এখনও তুই টেস্ট ক্রিকেট খেলবি, আমি দোয়া করি তুই ভালো করবি। আশা করি, তুই অন্তত একশ টেস্ট খেলবি। যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলেনি ▷ আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে নিজের অবসর ঘোষণা করছি। যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সততার সঙ্গে আমি একশ ভাগের বেশি দিয়ে নিজেকে উৎসর্গ করেছি ▷
মন্তব্য করুন: