নাহিদ রানার গতির প্রসঙ্গে অধিনায়ক শান্ত।
গত কয়েক ম্যাচে সে বেশ ভালো বোলিং করেছে এবং জোরে বল করেছে। মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে ▷ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন যদি ক্র্যাম্পিং ওই সময় না হতো, তাহলে হয়তো দলের জন্য আরও ২০-৩০ রান বেশি করে দিতে পারতাম ▷ প্রথম পাওয়ারপ্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তখনই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেললে নিচের সারির ব্যাটারদের জন্য খুব কঠিন হয়ে যায় ▷ নির্বাচকরা কি কখনও স্মিথকে ওপেনিংয়ে পাঠানোর কথা ভেবেছিল? যেটা তারা করতে পারে। আমার মতে, সাদা বলের ক্রিকেটে সে যখন ওপেন করেছে তখন দুর্দান্ত করেছে ▷ হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। শান্তর ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান ▷
মন্তব্য করুন: