নির্বাচকরা কি কখনও স্মিথকে ওপেনিংয়ে পাঠানোর কথা ভেবেছিল? যেটা তারা করতে পারে। আমার মতে, সাদা বলের ক্রিকেটে সে যখন ওপেন করেছে তখন দুর্দান্ত করেছে ▷ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন যদি ক্র্যাম্পিং ওই সময় না হতো, তাহলে হয়তো দলের জন্য আরও ২০-৩০ রান বেশি করে দিতে পারতাম ▷ প্রথম পাওয়ারপ্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তখনই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেললে নিচের সারির ব্যাটারদের জন্য খুব কঠিন হয়ে যায় ▷ গত কয়েক ম্যাচে সে বেশ ভালো বোলিং করেছে এবং জোরে বল করেছে। মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে ▷ হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। শান্তর ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান ▷
মন্তব্য করুন: