নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৮১টি ডট খেলার ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক।
আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা করে উইকেট হারিয়েছি।… একটা-দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না ▷ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন এই দলে কেউ অটো চয়েজ নাই। সৌম্য টপ-অর্ডারে ব্যাটিং করে, রিয়াদ ভাই লোয়ার মিডল-অর্ডারে ব্যাটিং করে। সৌম্য যদি খেলতো, ব্যাটিং-অর্ডার অনেক বেশি পরিবর্তন করতে হতো ▷ যদি ক্র্যাম্পিং ওই সময় না হতো, তাহলে হয়তো দলের জন্য আরও ২০-৩০ রান বেশি করে দিতে পারতাম ▷ প্রথম পাওয়ারপ্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তখনই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেললে নিচের সারির ব্যাটারদের জন্য খুব কঠিন হয়ে যায় ▷ নির্বাচকরা কি কখনও স্মিথকে ওপেনিংয়ে পাঠানোর কথা ভেবেছিল? যেটা তারা করতে পারে। আমার মতে, সাদা বলের ক্রিকেটে সে যখন ওপেন করেছে তখন দুর্দান্ত করেছে ▷
মন্তব্য করুন: