মুশফিকের বিদায়ের ঘোষণার পর এক ভিডিওবার্তায় এমনটাই বলেছেন তামিম ইকবাল।
এখনও তুই টেস্ট ক্রিকেট খেলবি, আমি দোয়া করি তুই ভালো করবি। আশা করি, তুই অন্তত একশ টেস্ট খেলবি। যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলেনি ▷ ৬ মার্চ ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন পাওয়ারপ্লের পর আমরা কয়েকটি উইকেট হারাই এবং তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে হয়তো ২০ রান কম করেছি ▷ আমি এই ফরম্যাট (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। সামনের দিনে যেন এই বিষয়ে আর কোনো গুঞ্জন না ছড়ায় তাই নিশ্চিত করলাম ▷ আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে নিজের অবসর ঘোষণা করছি। যখনই আমি দেশের হয়ে মাঠে নেমেছি, সততার সঙ্গে আমি একশ ভাগের বেশি দিয়ে নিজেকে উৎসর্গ করেছি ▷ কোন ধরনের বাড়তি সুবিধা? আমরা একদিনও এখানে অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে, যেখানে পরিবেশ আর এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন ▷
মন্তব্য করুন: