ফাইনাল হারের কারণ হিসেবে নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
পাওয়ারপ্লের পর আমরা কয়েকটি উইকেট হারাই এবং তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। আমরা যা চেয়েছিলাম তার চেয়ে হয়তো ২০ রান কম করেছি ▷ ১০ মার্চ ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন আজকের ম্যাচ নিয়ে যদি জিজ্ঞেস করেন পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি। সত্যি কথা। কারণ সকালে ওই আউটেই পুরো খেলা নষ্ট হয়েছে ▷ আমার মনে হয় যে, আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল। এই জন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে জিনিসটা এরকম না ▷ যেদিন আমার অধ্যায় শেষ হবে, আমি কেবল ক্লাবটিকে ধন্যবাদ জানাতে পারব। সেটা হতে পারে আগামীকাল, এক মাস পর বা এক বছর পর ▷ আজ সকালে আমি পেপকে ফোন করেছিলাম, কারণ আমি আজ এখানে তার কারণেই। খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি আমার জন্য সবসময়ই অনুপ্রেরণা ছিলেন ▷
মন্তব্য করুন: