অস্ট্রেলিয়ানদের সঙ্গে বিয়ার পানে আর আপত্তি নেই ম্যাককালামের

২ আগস্ট ২০২৩

অস্ট্রেলিয়ানদের সঙ্গে বিয়ার পানে আর আপত্তি নেই ম্যাককালামের

অস্ট্রেলিয়া দলের সঙ্গে বিয়ার খেতে এখন আর আপত্তি নেই ব্রেন্ডন ম্যাককালামের, যে সম্ভাবনা অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বিতর্কিত ঘটনার জেরে দেখছিলেন না ইংল্যান্ড কোচ।

সোমবার ওভালে শেষ টেস্টে ইংল্যান্ডের ৪৯ রানের জয়ে ২-২ সমতায় সিরিজটি শেষ হলে অ্যাশেজ ধরে রাখে অজিরা। 

লর্ডসে দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টো ওভার শেষে পিচ থেকে বেরিয়ে এলে আন্ডারআর্মিং থ্রো করে তাঁকে আউট করেন অজি উইকেটরক্ষক আলেক্স ক্যারি। এমন ঘটনার পর লর্ডসে উপস্থিত ইংলিশ সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনকি প্যাভিলিয়নে এমসিসি সদস্যদের গালিগালাজের মুখে পড়েন অস্ট্রেলিয়ানরা।

ঘটনাটির পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেছিলেন, “আমি মনে করি না অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে আমরা বিয়ার পান করবো।”

বিতর্কিত ঘটনাটির জন্য প্যাট কামিন্সের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলেও জানান ইংল্যান্ড কোচতবে পরবর্তীতে ম্যাককালাম জানিয়েছিলেন, তার এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিতর্কিত ওই ঘটনার জন্য সিরিজটি স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।

সিরিজ শেষে রিপোর্টারদের প্রশ্নের জবাবে হেসে মাককালাম বলেন, “হ্যাঁ আমরা বিয়ার পান করবো।”

দ্বিতীয় টেস্টের বিতর্কিত ঘটনাটির জন্য অস্ট্রেলিয়া দল বা বিশেষ করে তাদের অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে তার সম্পর্কে কোনো অবনতি ঘটবে না বলেও জানান ইংল্যান্ড কোচ।

“আইপিএলে প্যাটকে কোচিং করাতে পেরে পেরে আমি আনন্দিত। সে একজন চ্যাম্পিয়ন এবং আমি তাকে আমার একজন সতীর্থ হিসেবে দেখি।’’

মন্তব্য করুন: