ভারত-পাকিস্তান উত্তেজনায় জল ঢালল বৃষ্টি
২ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির কারণে ফলাফল ছাড়াই শেষ হল এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচটি।
শনিবার পাল্লেকেলেতে টসে জিতে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে ভারত।
দ্বিতীয় ইনিংসে মাঠে গড়ায়নি একটি বলও। ফলে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
৪ ওভার ২ বলের পর প্রথম দফায় হানা দেয় বৃষ্টি। অল্প বিরতিতে খেলা শুরুর পর রোহিত শর্মাকে সাজঘরে পাঠান সময়ের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। দুটি আউটসুইংয়ের পর তৃতীয় বলে শাহিনের ইনসুইং মাপতে না পেরে বোল্ড হন ভারতীয় অধিনায়ক। পাকিস্তানের সঙ্গে শেষ দেখায় শতক পাওয়া রোহিত এদিন থামেন কেবল ১১ রানে।
সপ্তম ওভারে আবারও আঘাত হানেন শাহিন। দলীয় ২৭ রানের মাথায় ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে কেবল ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তারকা ব্যাটার বিরাট কোহলি।
চারে নামা শ্রেয়াস আইয়ার দশম ওভারে হারিস রউফের বলে পুল করতে গেলে সেটিকে তালুবন্দি করেন ফখর জামান। ১০ রান করে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল।
সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে থাকেন ঈশান কিশান। তাদের ১৪০ বলে ১৩৮ রানের দুর্দান্ত জুটি ভাঙেন হারিস। ৯ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৮২ রান করে ফেরেন ঈশান।
পিচে থিতু হলেও সেঞ্চুরির ছুঁতে পারেননি হার্দিক। সাত চার ও এক ছয়ে ৯০ বলে দলীয় সৰ্বোচ্চ ৮৭ রান করে মাঠ ছাড়েন তিনি।
টপ-অর্ডারদের ধরাশায়ীর পর মিডল অর্ডারদের সাজঘরে পাঠানোর দায়িত্বেও আগ্রসী ছিলেন শাহিন। ৪৪তম ওভারের প্রথম বলে হার্দিককে ফেরানোর পর শেষ বলে রবীন্দ্র জাদেজার উইকেটও তুলে নেন বাঁহাতি এই পেসার।
শেষ তিন উইকেটে ২৪ রান যোগ করে সাত বল বাকি থাকতে ২৬৬ রানে থামে ভারতের ইনিংস।
তিন পেসারই ভাগাভাগি করে নেন সব উইকেট যার মধ্যে শাহিন শাহের ৪টি।
এই ফলাফলে এক জয় ও পয়েন্ট ভাগাভাগিতে তিন পয়েন্ট নিয়ে আসরের প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান।
রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিবরা।
মন্তব্য করুন: