বৃষ্টিতে আটকে বাংলাদেশ-নিউ জিল্যান্ড প্রথম ওয়ানডে
২১ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টির কারণে আগের দু'দিন বাধা আসে প্র্যাকটিসে। বাংলাদেশ-নিউ জিল্যান্ড প্রথম ওয়ানডের দিন টসের আগেও ছিল এক পশলা বৃষ্টি। টসের পরে আবার বৃষ্টি হানা দিলেও সময়মতোই শুরু হয় খেলা।
তবে খেলা শুরু মিনিট বিশেক পরেই আম্পায়ারের সিগন্যাল। তবে বৃষ্টি নয় আকাশ অতিরিক্ত মেঘলা থাকায় দেখা দেয় আলোক স্বল্পতা। জ্বালানো হয় ফ্লাড লাইট।
তবে সেখান থেকে তিনটি বল গড়ানোর পরই আবারও আম্পায়ারের ইশারা। এবার ছাড়তে হবে মাঠ। আবারও নামলো বৃষ্টি।
মাঠ ছাড়ার আগ পর্যন্ত ৪ ওভার ৩ বলে কেবল ৯ রান করেছে নিউ জিল্যান্ড। তবে কোনো উইকেট হারাননি এই সময়ে। মেঘলা আবহাওয়ায় টাইগার পেসারদের খেলতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল কিউই ব্যাটারদের।
মন্তব্য করুন: