আবারও বৃষ্টি

২১ সেপ্টেম্বর ২০২৩

আবারও বৃষ্টি

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে চতুর্থ দফায় নামলো বৃষ্টি। টসের পর প্রথম দফায় বৃষ্টি নামলেও খেলা শুরু হয় পূর্ব নির্ধারিত সময়েই। তবে ৪ ওভার ৩ বল খেলার পরে আবারও নামে বৃষ্টি। দুই ঘণ্টা পর শুরু হয় খেলা।

খেলা কমে আসে ৪২ ওভারে। তবে এক ইনিংস শেষ না হতেই আবারও ঝরে বৃষ্টি। দ্বিতীয় পাওয়ারপ্লের শেষ ওভারে মাঠ ছাড়েন দু'দলের খেলোয়াড়রা। সফরকারী দলের স্কোর তখন ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান।

তবে বৃষ্টি কমে যাওয়ায় সন্ধ্যা ৭টায় আবারও শুরু হবে খেলা। 

এরপর ঠিক ৭টায় খেলোয়াড়রা নামেন মাঠে। তবে কোনো বল গড়ানোর আগেই আবারও নামে বৃষ্টি। আবারও বন্ধ খেলা।  

বৃহস্পতিবার মিরপুরে মেঘলা দিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

মোস্তাফিজের তিন উইকেটের পর স্পিনাররা নেন দুটি উইকেট। 

 

মন্তব্য করুন: