অপেক্ষা বাড়ল কোহলির

২২ অক্টোবর ২০২৩

অপেক্ষা বাড়ল কোহলির

সেই রোমাঞ্চ, টান টান উত্তেজনা, গ্যালারিতে দর্শকদের গর্জন কখন আসবে সেই মুহূর্ত? বিরাট কোহলি কি পারবেন শচিন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ছুঁতে? আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়ে ৪৮ নম্বর ওয়ানডে সেঞ্চুরি করছেন কোহলি।

রোববার ধর্মশালায় যেন সেই ম্যাচেরই পুনরাবৃত্তি দেখা গেল। এক সময় জয়ের জন্য যত রান, তত দরকার সেঞ্চুরি হতেও। জয় ছাপিয়ে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠল কোহলির সেঞ্চুরি। কিন্তু এবার আর পারলেন না কোহলি। থামতে হলো খুব কাছে গিয়ে।

ধর্মশালার কঠিন উইকেটে ২৭৪ রানই অনেক কঠিন মনে হচ্ছিল। এর ওপর নিউ জিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তাড়া করা কঠিন হয়ে উঠেছিল ভারতের জন্য। কোহলি একপ্রান্ত আগলে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞায়। দলকে জেতাবেন তো বটেই, টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ডটাও ছোঁয়া হয়ে যাবে। কিউইদের দাপুটে বোলিংয়ে ম্যাচের রূপ বদলে যাচ্ছিল বারবার।

৪৬তম ওভার শেষে ভারতের জয়ের জন্য ১৯ রান আর কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ১৮ রানের। পরের ওভারে ট্রেন্ট বোল্টকে একটি করে চার-ছক্কা মেরে ব্যবধানটা কমিয়ে আনেন কোহলি। ওই ওভার শেষে কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ৭ রান, ভারতেরও চাই ৭ রান।

ম্যাট হেনরির করা ৪৮তম ওভারের প্রথম বলে অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেটের প্রদর্শনী করে ডাবলস নেন কোহলি। পরের বলে কোনো রান এলো না। তৃতীয় বলটি উঠিয়ে মারলেন কোহলি। গ্যালারি এবং টিভির সামনে থাকা দর্শকরা প্রবল উত্তেজনায় উঠে দাঁড়ালেন। তখনই দেখা গেল কোহলির ব্যাটের নিচের অংশে লাগা বলটি মিড উইকেটে দাঁড়ানো গ্লেন ফিলিপসের তালুতে আশ্রয় নিল!

স্তব্ধ হয়ে গেল ধর্মশালার ভরা গ্যালারি। মাথা নাড়তে নাড়তে কোহলি হাঁটা দিলেন প্যাভিলিয়নের পথে। মুখে হতাশার হাসি। গোটা ধর্মশালার গ্যালারি দাঁড়িয়ে করতালি বাজিয়ে সম্মান জানাল কোহলিকে। এদিন টেন্ডুলকারকে ছোঁয়া হলো না এই ব্যাটিং দানবের। ১০৪ বলে ৮ চার ২ ছক্কায় ৯৫ রানে শেষ হলো তার অসাধারণ ইনিংসটি।

মন্তব্য করুন: