ধর্মশালায় রুদ্ধশ্বাস থ্রিলারের শেষ দৃশ্য
২৮ অক্টোবর ২০২৩
ক্রিকেটের দুই শক্তিধর দলের লড়াই জমেছিল ধর্মশালায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি টানা দুইবারের রানার্স-আপ দল। ম্যাচে মোট রান উঠল ৭৭১। যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। চলতি আসরেই দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে ৭৫৪ রানের রেকর্ড টিকল মাত্র ২১ দিন। নতুন রেকর্ড গড়ার পথে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ রূপ নেয় রুদ্ধশ্বাস থ্রিলারে, যাতে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া।
রান তাড়ায় নেমে কিউই ব্যাটাররা যেভাবে শুরু করেছিলেন, তাতে ট্র্যাভিস হেডের খুনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ৩৮৮ রানের স্কোরটাকেও ছোট মনে হচ্ছিল। পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়েও ঠাণ্ডা মাথায় জয়ের পথে ছুটছিল নিউ জিল্যান্ড। তাদের এই পথচলাটা সহজ করে দেন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র। সময় যত গড়াচ্ছিল পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। যা শেষ দুই ওভারে রূপ নিল রোমাঞ্চকর লড়াইয়ে। ১২ বলে প্রয়োজন ৩২ রান। ক্রিজে জিমি নিশামের সঙ্গী ট্রেন্ট বোল্ট। বিধ্বংসী নিশাম জিইয়ে রেখেছিলেন কিউইদের জয়ের স্বপ্ন।
জশ হ্যাজেলউডের করা ৪৯তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে স্বপ্নটাকে আরও দৃশ্যমান করে দেন গতি তারকা বোল্ট। ওই ওভারে আসে ১৩ রান। শেষ ৬ বলে ১৯ রান করলেই ধরা দেবে জয়। প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে জেতানোর দায়িত্ব তুলে দেন মিচেল স্টার্কের হাতে। প্রথম বলে সিঙ্গেল নেন বোল্ট। পরের বলটি ওয়াইড হওয়ার পাশাপাশি বাউন্ডারি পেরিয়ে যায়। হতাশায় মুষড়ে পড়েন কামিন্স। আর স্টার্কের মুখের দিকে যেন তাকানো যাচ্ছিল না। পরের তিন বলে তিনটি ডাবলস। শেষ দুই বলে প্রয়োজন স্রেফ ৭ রানের, স্ট্রাইকে নিশাম।
মিচেল স্টার্কের পঞ্চম বলটি ছিল ফুলটস। তাতে সঠিক টাইমিং করতে পারেননি নিশাম। ডিপ মিড-উইকেটে বল পাঠিয়ে দ্রুত ডাবলস নেওয়ার চেষ্টা করেন তিনি। দ্বিতীয় রান পূর্ণ করার আগেই কিপার জশ ইংলিসের কাছে দারুণ থ্রোয়ে বল পাঠিয়ে দেন মারনাস লাবুশেন। কয়েক ফিট দূর থেকে বলটি ধরে অনেকটা উড়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দিলেন ইংলিস। রান-আউট হয়ে গেলেন ৩৯ বলে ৫৮ রান করা নিশাম। স্কোরবোর্ডে যোগ হলো ১ রান। শেষ বলে ৬ রানের হিসাব মেলাতে পারেননি লকি ফার্গুসন। ধর্মশালার থ্রিলারে ৫ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন: