শীর্ষে থেকেই সেমিতে উঠবে ভারত: কার্তিক
৩০ অক্টোবর ২০২৩
এবারের বিশ্বকাপটা যেন ঠিক স্বপ্নের মতো যাচ্ছে ভারতের। আসরের ছয় ম্যাচের ছয়টিতেই জিতে সেমি-ফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলেছে রোহিত শর্মার দল। আর স্বাগতিকদের এমন পারফর্মেন্স মুগ্ধ করেছে দিনেশ কার্তিককে। দলটির সাবেক উইকেটরক্ষক মনে করছেন পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ভারতই গ্রুপ পর্ব শেষ করবে।
রোববার লক্ষ্ণৌয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানে হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এ জয়ে একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা।
আসরের প্রথম পাঁচ ম্যাচ লক্ষ্য তাড়া করে জিতলেও এদিন ইংলিশদের বিপক্ষে ম্যাচ জেতে আগে ব্যাট করে। আর তাই কার্তিকের মতে, ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এই জয়ে দলের আত্মবিশ্বাস অনেক বাড়বে।
ম্যাচ শেষে আইসিসি রিভিউ পডকাস্টে কার্তিক বলেন, “ভারত (ইংল্যান্ডের বিপক্ষে জয় থেকে) অনেক ইতিবাচক দিক নেবে। আমার মনে হয়, আমরা জানি কে এক নম্বর হতে চলেছে। তাই এখন প্রশ্ন হলো (সেমি-ফাইনালে) ভারতের মুখোমুখি কে হবে এবং দুই ও তিন নম্বর দল কারা হবে।”
“আমি বড়াই করে কিছু বলছি না। তারা (ভারত) এ ধরনের ক্রিকেটই খেলছে”
ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়ে স্বাগতিকরা। ৯ রানে শুবমান গিল এবং কোনো রান না করেই বিরাট কোহলি সাজঘরে ফিরলে সাত ওভারের মধ্যেই ২৭ রানে ২ উইকেট হারায় তারা।
তবে অধিনায়ক রোহিতের ৮৭ এবং শেষ দিকে সূর্যকুমার যাদবের ৪৯ রানের সঙ্গে যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের দায়ীত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো ২২৯ রানের সংগ্রহ পায় ভারত। ম্যাচ শেষে যা ছন্দহীন ইংলিশদের জন্য বেশ বড় লক্ষ্যই হয়ে দাঁড়ায়।
ইনিংসের এক পর্যায়ে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৮৩ রান। সেখান থেকে টেইল-এন্ডাররা গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করায় দলের সংগ্রহ ২০০ পার হওয়ার পাশাপাশি ৫০ ওভারের আগে ভারত অল-আউট হয়নি বলে উল্লেখ করেন কার্তিক।
“যে বিষয়টি আরও সুন্দর ছিল তা হলো বুমরাহ ও কুলদীপ শেষ পর্যন্ত লড়াই করেছে। এটা খুবই ইতিবাচক একটি দিক। শুধু পার্টনারশিপের দিক দিয়ে নয় বরং তাদের মনোভাবের দিক দিয়েও, যা আপনি দেখতে চান।”
এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের উদাহরণ টেনে কার্তিক জানান, গত শুক্রবারের ম্যাচে পাকিস্তান ২০ বল আগে অল-আউট না হলে ব্যাপারটা অন্যরকমও হতে পারত। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান ১ উইকেটে হেরে যায়।
বাকি তিন ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সেমিতে পৌঁছে যাবে ভারত। কার্তিকের মতে, পয়েন্ট তালিকার বর্তমান অবস্থা বিবেচনায় সেমিতে ভারতের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
“আমার মতে গতকাল (শনিবার) অস্ট্রেলিয়া নিউ জিল্যান্ডকে হারানোয় যা হয়েছে তা হলো আমরা সেমি-ফাইনালের চার দল পেয়ে গেছি। এখন শুধু দেখার বিষয় কে দুই, তিন আর চার নম্বর অবস্থানে থাকবে।”
মন্তব্য করুন: