বিশ্বসেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহ্যাম

৩১ অক্টোবর ২০২৩

বিশ্বসেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহ্যাম

বিশ্বের সেরা উদীয়মান ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের সর্বোচ্চ পুরস্কার কোপা ট্রফি জিতেছেন তিনি।

সোমবার প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০ বছর বয়সী এই ফুটবলারকে এই সম্মাননা দেওয়া হয়।

গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৪২ ম্যাচে ১৪ গোল করেন বেলিংহ্যাম। এই পারফর্মেন্সের সম্মাননা হিসেবে এই মিডফিল্ডারকে কোপা ট্রফি দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে সময়টা স্বপ্নের মতো কাটছে বেলিংহ্যামের। রিয়ালের হয়ে খেলা প্রথম ১৩ ম্যাচে বল জালে জড়িয়েছেন ১৩ বার।

২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে কোয়ার্টার-ফাইনালে তুলতেও ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।

বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, রিয়াল সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা এবং সাবেক কোপা ট্রফি জয়ী বার্সেলোনার গাবি ও পেদ্রিকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন বেলিংহ্যাম।

পুরস্কার পাওয়ার পর বেলিংহ্যাম বলেন, “বিশ্বের সেরা সব খেলোয়াড়দের এবং ফুটবলের ইতিহাসের অন্যতম সেরাদের সামনে দাঁড়াতে পারাটা অনেক সম্মানের। এই পুরস্কার জেতাটা আমার কাছে অনেক কিছু। তবে দলের হয়ে শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ। মাঠে নেমে সামনের বছরগুলোত রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডকে শিরোপা জেতাতে সাহায্য করা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add