শর্ট বলের ফাঁদে সাকিব

৩১ অক্টোবর ২০২৩

শর্ট বলের ফাঁদে সাকিব

এক ওভার আগেই ইফতিখার আহমেদকে টানা তিন বলে তিনটি চার হাঁকিয়েছেন। তার একটি আবার ডাউন দ্য উইকেটে এসে নান্দনিক ড্রাইভে। ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এই রূপ দেখে দর্শকরাও নড়েচড়ে বসলেন। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। ৪০তম ওভারেই হারিস রউফের করা শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

হারিস রউফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলটিতে পুল করেছিলেন সাকিব। কিন্তু টাইমিং করতে পারেননি। মিড-উইকেটে সহজ ক‍্যাচ নেন আগা সালমান। ৬৪ বলে ৪ বাউন্ডারিতে ৪৩ রানে ফিরেন সাকিব। চলতি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ৭টি ম্যাচের ৬টিতে তিনি খেলেছেন। এই ৬ ম্যাচে পাঁচবারই আউট হয়েছেন শর্ট বলে। আইপিএলে খেলার সুবাদে ভারতের মাঠে আর কন্ডিশন চেনা থাকলেও শর্ট বল সামলাতে পারছেন না বাংলাদশের সেরা ক্রিকেটার।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজমতউল্লাহ ওমরজাইয়ের শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন সাকিব। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে লকি ফার্গুসনের বাউন্সার সামলাতে না পেরে ক্যাচ দেন উইকেটের পেছনে। দক্ষিণ আফ্রিকা ম্যাচে সাকিবকে শর্ট বলের ফাঁদে ফেলেন ডানহাতি মিডিয়াম পেসার লিজাড উইলিয়ামস। উইকেটের পেছনে ক্যাচ নেন হেনরিক ক্লাসেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি। পল ফন মিকেরেনের শর্ট বলে কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন।

অথচ ২০১৯ বিশ্বকাপেই সাকিবের অন্য রূপ দেখা গিয়েছিল। প্রচুর রান করার পাশাপাশি শর্ট বলের বিপক্ষেও তিনি দারুণ কার্যকর ব্যাটিং করেছিলেন। চার বছর আগের ফর্ম আর নেই। শর্ট বল এখন তার জন্য যেন আতঙ্কের নাম। প্রতিপক্ষ তার এই দুর্বলতার জায়গাটিতেই বারবার আঘাত করে সাফল্য পাচ্ছে। সতর্ক না হয়ে সাকিবও বারবার ধরা দিচ্ছেন শর্ট বলের ফাঁদে।

মন্তব্য করুন: