ভারতের সামনে যেন ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা
২ নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কা দেশটির সঙ্গে ‘দেউলিয়া’ শব্দটি এখন আর যায় না। অর্থনৈতিক দেউলিয়াত্ব কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশটির জনগণ। তাদের ক্রিকেট দলেরও উত্থানপর্ব চলছে। এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও শ্রীলঙ্কার পারফর্মেন্স নজর কেড়েছে। কিন্তু ইদানিং ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলেই কী যেন হয়ে যায় কুশল মেন্ডিসদের। রানের খোঁজে তাদের ব্যাটাররা হয়ে পড়েন দেউলিয়া! সর্বশেষ এশিয়া কাপ কিংবা চলতি বিশ্বকাপ- পরপর দুই আসরে এর প্রমাণ রাখলেন লঙ্কান ব্যাটাররা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ৩৫৭ রান তাড়া করতে নেমে মাত্র শ্রীলঙ্কা গুটিয়ে গেছে মাত্র ৫৫ রানে। অল্পের জন্য একাধিক লজ্জার রেকর্ডের শীর্ষে উঠতে পারেনি তারা। যেমন চলতি আসরেই নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। সেখানে শ্রীলঙ্কা হারল ৩০২ রানে। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে এই শ্রীলঙ্কাকেই ৩১৭ রানে হারিয়ে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়া ভারত পেল আরও একটি বড় জয়। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড।
বিশ্বকাপে সর্বনিম্ম রানে গুটিয়ে যাওয়ার তালিকায় লঙ্কানরা উঠে এলো ৫ নম্বরে। লজ্জার এই রেকর্ডে শীর্ষে থাকা কানাডা ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছেই ৩৬ রানে অল-আউট হয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে এই ৫৫ রানই শ্রীলঙ্কার সর্বনিম্ম স্কোর। এর আগে ২০০৩ বিশ্বকাপে এই ভারতের বিপক্ষেই তারা ১০৯ রানে অল-আউট হয়েছিল।
অথচ এই শ্রীলঙ্কাই এক ম্যাচ আগে মাত্র ১৫৬ রানে ধসিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। পরের ম্যাচে তারা ৭ উইকেটে হেরেছে আফগানিস্তানের কাছে। বৃহস্পতিবার ভারতের কাছে যেভাবে তারা উড়ে গেল, তাতে মেন্ডিসদের ভারত-ভীতি নিয়ে গবেষণা করা যেতেই পারে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল এশিয়া কাপ ফাইনালে। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। হারিয়ে দিয়েছিল বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানকে।
অথচ ফাইনালে গিয়েই তাদের ব্যাটাররা ভারতের বিধ্বংসী পেস আক্রমণে গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। ভারত ম্যাচ জিতেছিল ১০ উইকেটে। কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নিয়ে লঙ্কানদের হন্তারক ছিলেন মোহাম্মদ সিরাজ। এছাড়া পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া নিয়েছিলেন ৩ উইকেট। আজ মুম্বাইয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। মোহাম্মদ শামি ৫ উইকেট আর মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন লঙ্কানদের। ৭ ম্যাচে শতভাগ জয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের পাশাপাশি প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে পা রাখল রোহিত শর্মার দল।
মন্তব্য করুন: