ম্যাথিউস ‘টাইমড আউট’ ছিলেন হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই

৬ নভেম্বর ২০২৩

ম্যাথিউস ‘টাইমড আউট’ ছিলেন হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের একটি আউট নিয়ে এখন ক্রিকেট দুনিয়া দুই ভাগ হয়ে গেছে। সোমবার শ্রীলঙ্কার ইনিংসের মাঝামাঝিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গেল এমন আউট। এটাকে অনেকেই ক্রিকেটর চেতনা বিরোধী বলে আখ্যায়িত করছেন। কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচটির চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক জানিয়েছেন আসল ঘটনা।

বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বোলারের বল মোকাবেলা হওয়ার জন্য প্রস্তুত হতে হয়। এতে ব্যর্থ হলে প্রতিপক্ষের অধিনায়ক তাকে টাইমড আউটের আবেদন করতে পারবেন।

সাকিব আল হাসানের করা ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর এই দেরি করে ফেলেন নতুন ব্যাটার ম্যাথিউস। ক্রিজে যাওয়ার পর তার হেলমেটের স্ট্রাপ ভেঙে গিয়েছিল। ডাগ-আউট থেকে নতুন হেলমেট আনার ইশারাও দেন তিনি। এরপর অবাক হয়ে শোনেন আম্পায়াররা তাকে আউট দিয়ে মাঠ থেকে চলে যেতে বলছেন।

এমন আউটের পর সমালোচকেরা বলছেন, ক্রিজে পৌঁছার পর ম্যাথিউস ইচ্ছাকৃত দেরি করেননি, তার হেলমেটে সমস্যা দেখা দিয়েছিল। তবে শ্রীলঙ্কার ইনিংস শেষে চতুর্থ আম্পায়ার হোল্ডস্টক জানালেন, ম্যাথিউস যখন টের পেলেন হেলমেটের স্ট্র্যাপে সমস্যা, তার আগেই দুই মিনিট পার হয়ে গিয়েছিল।

কীভাবে এই দুই মিনিটের হিসেব করা হয় তাও জানালেন চতুর্থ আম্পায়ার। মাঠের আম্পায়ার কোনো ব্যাটসম্যানকে আউটের ঘোষণা দেওয়ার পর পরই পরবর্তী ব্যাটারের আসার ক্ষেত্রে টিভি আম্পায়ার দুই মিনিটের হিসেব শুরু করেন এবং দুই মিনিট পার হলেই তা মাঠের আম্পায়ারদের জানিয়ে দেন। সেভাবেই জানা গেছে যে ম্যাথিউস তার হেলমেটের সমস্যা ধরতে পারার আগেই দুই মিনিট পার হয়ে গিয়েছিল।

আইসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার আউট বা রিটায়ার্ড-হার্ট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু আজ দুপুরে সেই ব্যাটার (ম্যাথিউস) বোলিং মোকাবেলার জন্য দুই মিনিটের মধ্যে প্রস্তুত হতে পারেননি। এমনকি হেলমেট তার জন্য সমস্যা হয়ে দেখা দেওয়ার আগেই।

হোল্ডস্টক জানান, প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ফিল্ডিংয়ে নামা দলের অধিনায়ক ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাসের কাছে টাইমড আউটের আবেদন করে। তিনি এটাও জানিয়ে দেন, ক্রিকেটারদের কোনো সরঞ্জামের সমস্যার জন্য এই দুই মিনিটের নিয়মের কোনো ব্যতিক্রম নেই কারণ ক্রিকেট সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাটারের।

আমি মনে করি, একজন ব্যাটার হিসেবে আপনার সমস্ত সরঞ্জাম প্রস্তুত রাখা উচিত যাতে দুই মিনিটের মধ্যে ক্রিজে গিয়ে বোলিং মোকাবেলা করতে পারেন।

টাইমড আউট বিতর্কটি নিয়ে অনেকেই বলেছেন, ম্যাথিউস তো সময়মতো ক্রিজে গিয়েছিল। তাহলে আউট কেন? এ বিষয়টিও স্পষ্ট করেন হোল্ডস্টক। শুধু ক্রিজে গেলে হবে না, এই দুই মিনিট সময়ের মধ্যে ব্যাটারকে বোলারের বল মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। তাই অন্য প্রস্তুতি নিতে হলে বা গার্ড নিতে চাইলেও এই দুই মিনিট সময়ের মধ্যেই নিতে হবে। এক্ষেত্রে তাই ব্যাটারকে আরও আগেই সেসব সারতে হবে।

তাই ক্রিজে পৌঁছেও হেলমেটের সমস্যার জন্য দুই মিনিট পার হয়ে গেছে সেটা ঠিক নয়। আবার হেলমেটে সমস্যাও কোনো অজুহাত হতে পারে না। তবে এরপরও সাকিবের এই আউটের আবেদন করা ঠিক হয়েছে কি না সেটা নিয়ে তর্ক হতেই পারে।

মন্তব্য করুন: