হতাশায় কাটল লিটনের বিশ্বকাপ
১১ নভেম্বর ২০২৩
এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করবেন লিটন দাস- আসর শুরুর আগে এমনটাই বলেছিলেন তার সতীর্থ নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন, ‘বিশ্বকাপে লিটনের পারফরম্যান্সে পুরো বিশ্বই তাকিয়ে থাকবে’। সেই লিটন সেঞ্চুরি করা তো দূরের কথা, আসরজুড়েই হতাশ করে গেলেন দর্শকদের। বারবার প্রতিপক্ষ বোলারকে উইকেট উপহার দিয়ে প্রশংসার বদলে জুটল সমালোচনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটাও ব্যাট হাতে রাঙাতে পারলেন না।
অ্যাডাম জ্যাম্পার বলটি ভয়ংকর টাইপের ছিল না। কিন্তু লিটন তো পণ করেছেন যে আউট হবেন। একটু আগে জ্যাম্পার বলেই একটা ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। তাতে কী? লিটন তো আর ম্যাক্সওয়েল নন যে মুফতে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে ফেলবেন। তাই জ্যাম্পার বলটি একটু ঝুঁকে তুলে মারলেন। লং অনে মানার্স লাবুশানে খুব সহজেই সেটা তালুবন্দি করলেন। ধারাভাষ্যের দায়িত্বে থাকা শেন ওয়াটসন তো বলেই ফেললেন ‘ক্যাচিং অনুশীলন’ চলছে! পাশাপাশি লিটনের শটকে ‘ইন্টারেস্টিং শট’ বলে মজা করতেও ছাড়েননি সাবেক এই তারকা ক্রিকেটার। শুরু থেকে দারুণ ব্যাটিং করা লিটনের ইনিংসটি এভাবেই শেষ হলো মাত্র ৩৬ রানে।
আসর জুড়েই লিটনের শট সিলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ৯ ম্যাচে ৬ বার আউট হয়েছেন ক্যাচ দিয়ে। ২ বার হয়েছেন এলবিডব্লিউ আর একবার বোল্ড। এই পরিসংখ্যানই প্রমাণ করে, আলগা শটে প্রতিপক্ষের হাতে ক্যাচ তুলে দিতে লিটন যেন ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ছিলেন। ৯ ম্যাচে লিটনের সংগ্রহ ৩১.৫৫ গড়ে ২৮৪ রান। ফিফটি করেছেন ২টি, শূন্য রানে আউট হয়েছেন একবার। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে তার ৬৬ বলে ৭৬ রানের ইনিংসটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ। শুরু থেকে ধরলে তার স্কোরগুলো এরকম- ১৩, ৭৬, ০, ৬৬, ২২, ৩, ৪৫, ২৩ এবং ৩৬।
লিটনের ব্যক্তিগত স্কোরবোর্ড প্রমাণ করে দেয়, অন্তত ৬টি ম্যাচে তিনি উইকেটে সেট হওয়ার পর আউট হয়ে গেছেন। সুতরাং, ওপেনারের দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন। অবশ্য পুরো দলের ব্যর্থতায় পরিসংখ্যান লিটনের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত তিনিই দলের দ্বিতীয় রান সংগ্রাহক। লিটনের স্ট্রাইকরেট ৮০.২২। ৩২টি চারের বিপরীতে মেরেছেন ৫টি ছক্কা। পরিসংখ্যান সবসময় সঠিক তথ্য দেয় না। তবে এই পরিসংখ্যানের জোরেই লিটন টিকে যাবেন দলে। হয়তো নিজের ভুলগুলো নিয়ে আর কাজ করবেন না। কিংবা ঘুরে দাঁড়িয়ে আবারও ফিরবেন বিধ্বংসী রূপে, ২০২২ সালে তিনি যে রূপ দেখিয়েছিলেন।
মন্তব্য করুন: