শেষ বিশ্বকাপে এসে বাংলাদেশের সেরা মাহমুদউল্লাহ
১১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের আগেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের চিরাচরিত নাটকীয়তা শেষে টিকে যান মাহমুদউল্লাহ রিয়াদ। সুযোগ পান বিশ্বকাপ দলেও। ৩৭ বছর বয়সে এসে নিজেকে নতুন করে প্রমাণ করতে এর চেয়ে বড় মঞ্চ আর কীই-বা হতে পারে? সেই তাড়না থেকেই হয়তো নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিলেন। ব্যাটিংয়ে তিনিই হলেন বাংলাদেশের সেরা পারফর্মার।
পুনেতে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। শেষ ম্যাচে রান-আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ খেলেছেন ২৮ বলে ৩২ রানের ইনিংস। ফলে ৮ ম্যাচের ৭ ইনিংসে তার মোট সংগ্রহ দাঁড়াল বাংলাদেশের সর্বোচ্চ ৩২৮ রান। ব্যাটিং গড় ৫৪ দশমিক ৬৬, যা চলতি আসরে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ।
মাহমুদউল্লাহর সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের ইনিংস। ম্যাচটিতে তিনি চার-ছক্কায় মোট ৬৮ রান তুলেছিলেন। যা বাউন্ডারির মাধ্যমে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে চার-ছক্কায় ৬০ রান তুলে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান।
এবারের আসরে মাহমুদউল্লাহর স্ট্রাইকরেট ৯১ দশমিক ৬২। স্বীকৃত ব্যাটারদের মধ্যে স্ট্রাইকরেটে মাহমুদউল্লাহ আছেন দুই নম্বরে। ৯৫.৩৯ স্ট্রাইকরেট নিয়ে মাহমুদউল্লাহর ওপরে আছেন কেবল ওপেনার তানজিদ হাসান তামিম।
আসরে মোট দুটি ফিফটি করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৪টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ছক্কা তাওহীদ হৃদয়ের।
ফিল্ডিংয়েও ‘বুড়ো’ মাহমুদউল্লাহর জুড়ি মেলা ভার। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৮ ইনিংসে সর্বাধিক ৫টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। সমসংখ্যক ক্যাচ নিলেও একটি ইনিংস বেশি খেলেছেন লিটন দাস।
বিশ্বকাপের মাঝেই আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ বলেছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। যে কোনো সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। বিশ্বকাপে এমন পারফরমেন্সের পর তিনি কি আরও কিছু সময় চালিয়ে যাবেন নীরব লড়াই?
মন্তব্য করুন: