হাথুরুসিংহের মতো সৌভাগ্যবান আর কে আছে?

১৩ নভেম্বর ২০২৩

হাথুরুসিংহের মতো সৌভাগ্যবান আর কে আছে?

২০১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ পরবর্তীতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হলে জয়ের সংখ্যা আরও বাড়তে পারত। হেরে যাওয়া বেশিরভাগ ম্যাচেও লড়াই করেছিল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। অথচ সেই বিশ্বকাপ থেকে দল দেশে ফিরতেই বরখাস্ত করা হয় তখনকার প্রধান কোচ স্টিভ রোডসকে। যা সেই সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। কিন্তু এবার?

অধিনায়ক সাকিব আল হাসানের ভাষ্যমতে, চলতি বছর নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র ২টি জয়। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। হেরে যাওয়া ম্যাচগুলোতে দলের পারফর্মেন্স ছিল যাচ্ছেতাই। তবে চান্ডিকা হাথুরুসিংহে নিঃসন্দেহে ভাগ্যবান। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ শেষে তার চাকরি এখনও টিকে আছে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর কোচিং স্টাফেরা যখন ছুটিতে, তখন বেশ চমক জাগিয়েই হাথুরুসিংহে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। শোনা যাচ্ছে, বোর্ডের একটা বড় অংশ তার ওপর রুষ্ট। তবে রোডসের মতো চাকরি হারাতে হচ্ছে না এই শ্রীলঙ্কান কোচকে। এমনিতেই তার সঙ্গে চুক্তির আরও ১৫ মাস বাকি। সেইসঙ্গে জানা গেছে, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং এরপর নিউ জিল্যান্ড সফর- এই দুটি সিরিজে তাকে রেখেই পরিকল্পনা করছে বিসিবি।

বিশ্বকাপের মাঝেই সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেছিলেন, বিশ্বকাপ শুরুর আগে তিনি দল গোছানোর সময় পাননি। তার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর। বিশ্লেষকরা মনে করছেন, চাকরি বাঁচাতেই ছুটিতে না গিয়ে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের জোরেই হয়তো টিকে যাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কান এই কোচ আগের মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়ে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছিলেন। ক্রিকেটারদের দিয়েছিলেন ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র। তার আমলেই ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল হয়ে ওঠে। তারপর হুট করেই তিনি শ্রীলঙ্কার কোচ হিসেবে যোগ দেন। সেখানে চাকরি খুঁইয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে। সেই হাথুরুসিংহেকেই আবার চলতি বছর ফিরিয়ে আনে বিসিবি। তবে বাংলাদেশে তার দ্বিতীয় ইনিংস যেন মুদ্রার উল্টো পিঠ। ওয়ানডেতে দারুণভাবে থিতু হওয়া একটা দলকে ছন্নছাড়া করে তিনি বহাল তবিয়তে টিকে গেলেন। হয়তো পূর্ণ মেয়াদেও টিকে যেতে পারেন।

মন্তব্য করুন: