প্রথম সেশনে বাংলাদেশের একশ’ পার

২৮ নভেম্বর ২০২৩

প্রথম সেশনে বাংলাদেশের একশ’ পার

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আগ্রাসী ব্যাটিংয়ে সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ওয়ানডে মেজাজে খেলেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ২৭ ওভারে স্কোর তিন অংক ছুঁয়েছে। হারাতে হয়েছে দুটি উইকেট। ওপেনার মাহমুদুল হাসান জয় ৪২* এবং মুমিনুল হক ৩* রানে অপরাজিত আছেন। ২৭ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

সিলেটের স্পিন স্বর্গে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান ৩৯ রানের জুটি উপহার দেন। এজাজ প্যাটেলের করা ত্রয়োদশ ওভারে অফ স্টাম্পে পিচ করা একটি ডেলিভারি কাট করতে গিয়ে জাকির বোল্ড হলে জুটি ভাঙে। অধিনায়ক শান্ত উইকেটে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। মধ্যাহ্ণবিরতির কয়েক মিনিট আগে গ্লেন ফিলিপসকে ছক্কা মারতে গিয়ে কেন উলিয়ামসনের অসাধারণ এক ক্যাচে পরিণত হন শান্ত। তার ৩৫ বলে ৩৭ রানের ইনিংসে ছিল ২টি চার এবং ৩টি ছক্কার মার। ভাঙে ৫৩ রানের জুটি। ফুলটস বলে উইকেট পেয়ে নিজেও অবাক হয়ে যান ফিলিপস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ একাদশ সাজানো হয়েছে ৩ স্পিনার এবং ১ পেসার নিয়ে। অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেনের। অন্যদিকে নিউ জিল্যান্ড একাদশেও তিন স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার।

বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

মন্তব্য করুন: