আলোকস্বল্পতায় টিকে রইল বাংলাদেশের প্রথম ইনিংস

২৮ নভেম্বর ২০২৩

আলোকস্বল্পতায় টিকে রইল বাংলাদেশের প্রথম ইনিংস

সিলেটের ঘূর্ণি উইকেট আর ব্যাটারদের বাজে শটের মহড়ায় টেস্টের প্রথম দিনেই অল-আউট হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় রক্ষা। দিনের আলো দ্রুত কমে আসায় পাঁচ ওভার বাকি থাকতেই খেলার ইতি টানা হয়। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩১০ রান। সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস এসেছে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান ৩৯ রানের জুটি উপহার দেন। আজাজ প্যাটেলের করা ত্রয়োদশ ওভারে অফ স্টাম্পে পিচ করা একটি ডেলিভারি কাট করতে গিয়ে জাকির বোল্ড হলে জুটি ভাঙে। অধিনায়ক শান্ত উইকেটে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। মধ্যাহ্ণবিরতির কয়েক মিনিট আগে গ্লেন ফিলিপসকে ছক্কা মারতে গিয়ে কেন উলিয়ামসনের অসাধারণ এক ক্যাচে পরিণত হন শান্ত। তার ৩৫ বলে ৩৭ রানের ইনিংসে ছিল ২টি চার এবং ৩টি ছক্কার মার। ভাঙে ৫৩ রানের জুটি। ফুলটস বলে উইকেট পেয়ে নিজেও অবাক হয়ে যান ফিলিপস।

বিরতির পর ৯৩ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মাহমুদুল। অভিজ্ঞ মুমিনুল হকের সঙ্গে তার জুটি জমে ওঠে। জুটিতে ৮৮ রান আসতেই ছন্দপতন। গ্লেন ফিলিপসকে কাট করতে গিয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন ৩৭ রান করা মুমিনুল। পরের ওভারে বাংলাদেশকে বড় ধাক্কাটা দেন ইশ সোধি। তার অফ স্টাম্পের বাইরের বলটিতে একটু আগেই ব্যাট চালিয়ে দিয়েছিলেন সেঞ্চুরির পানে ছুটতে থাকা মাহমুদুল। স্লিপে ড্যারি মিচেলের তালুবন্দি হয়ে শেষ হয় তার ১৬৬ বলে ১১ চারে ৮৬ রানের ইনিংসটি। রিভিউ নিয়েও কাজ হয়নি। ডারবানে গত বছরের ১৩৭ রানের ইনিংসটাই তাই তার একমাত্র সেঞ্চুরি হয়ে রইল। ৪ উইকেটে ১৮৫ রান তুলে চা বিরতিতে যায় বাংলাদেশ।

দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ১২ রান করে বাজে শটে ফিরেন মুশফিক। ছয় নম্বরে নেমে অভিষিক্ত শাহাদাত হোসেন ২৪ রানের বেশি করতে পারেননি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২০, নুরুল হাসান ২৯, নাঈম হাসান ১৬ রানে ফিরেন। ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার গ্লেন ফিলিপস। এছাড়া কাইল জেমিসন আর আজাজ প্যাটেল নিয়েছেন ২টি করে। ১টি নিয়েছেন ইশ সোধি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ একাদশ সাজানো হয় ৩ স্পিনার এবং ১ পেসার নিয়ে। অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেনের। অন্যদিকে নিউ জিল্যান্ড একাদশেও তিন স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, আজাজ প্যাটেল।

মন্তব্য করুন: