বড় লিডের পথে বাংলাদেশ
১ ডিসেম্বর ২০২৩
সিলেট টেস্টের চতুর্থ দিনে বড় লিডের পথে ছুটছে বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরিতে আগের দিনই যার ভিত গড়ে দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার সকালে অবশ্য শান্ত থেমেছেন ১০৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৯ রান। লিড হয়েছে ২৭২ রানের।
৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। নাজমুল ১০৪ এবং মুশফিক ৪৩ রানে অপরাজিত ছিলেন। আগের দিনের ১০৪ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন শান্ত। দিনের দ্বিতীয় ওভারেই টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে শেষ হয় তার ১৯৮ বলে ১০ চারে সাজানো ইনিংসটি। এরপর ৭৯ বলে ফিফটি পূরণ করেন মুশফিক।
নতুন ব্যাটার হিসেবে আসা অভিষিক্ত শাহাদাত দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেননি। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রান করে ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। অভিজ্ঞ মুশফিকও তার দারুণ ইনিংসটা তিন অংকে নিতে পারেননি। সোধির বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ১১৬ বলে ৭ চারে ৬৭ রান।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ৩১৭ রানে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।
মন্তব্য করুন: