তিনশ ছাড়াল বাংলাদেশের লিড
১ ডিসেম্বর ২০২৩
সময় যতই গড়াচ্ছে, সিলেট টেস্টে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হচ্ছে। শুক্রবার ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩০৮ রান। এতে মধ্যাহ্ন বিরতির আগেই লিড হয়ে গেছে ৩০১ রানের। সিলেটের ঘূর্ণি উইকেট এবং সময় বিবেচনায় স্পষ্টতই ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।
৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। নাজমুল ১০৪ এবং মুশফিক ৪৩ রানে অপরাজিত ছিলেন। আগের দিনের ১০৪ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন শান্ত। দিনের দ্বিতীয় ওভারেই টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে শেষ হয় তার ১৯৮ বলে ১০ চারে সাজানো ইনিংসটি। এরপর ৭৯ বলে ফিফটি পূরণ করেন মুশফিক।
নতুন ব্যাটার হিসেবে আসা অভিষিক্ত শাহাদাত দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেননি। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রান করে ইশ সোধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অভিজ্ঞ মুশফিকও তার দারুণ ইনিংসটা তিন অংকে নিতে পারেননি। সোধির বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ১১৬ বলে ৭ চারে ৬৭ রান।
নুরুল হাসান সোহানকে (১০) কট অ্যান্ড বোল্ড করেন গ্লেন ফিলিপস। মেহেদি হাসান মিরাজ ৩২ এবং নাঈম হাসান ৩ রানে অপরাজিত আছেন।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ৩১৭ রানে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।
মন্তব্য করুন: