শেষ হতে চলেছে মিনহাজুল আবদীনের নির্বাচক কমিটির অধ্যায়

১৬ ডিসেম্বর ২০২৩

শেষ হতে চলেছে মিনহাজুল আবদীনের নির্বাচক কমিটির অধ্যায়

চলতি মাসেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির মেয়াদ। নতুন বছরে নতুন করে নির্বাচক কমিটি সাজাতে চাইছে বিসিবি। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, এই পরিবর্তনের সঙ্গে বর্তমান নির্বাচক কমিটির পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই।

গত নভেম্বরে শেষ হওয়া বিশ্বকাপে দলের ভরাভুবিতে দলের পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচক কমিটিকেও। তবে একঘেয়েমি দূর করার উদ্দেশ্যেই নতুন কমিটি গঠন করা হবে জানিয়ে নাজমুল বলেন, নির্বাচক প্যানেল বদলাতে পারে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এই কমিটির অনেক দিন হয়েছে। সব সময় পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দোষারোপ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া- এটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি হবে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন বিসিবি সভাপতি। সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি নির্বাচকদের নিয়ে কথা বলেন। সেখানেই উঠে আসে কমিটি পরিবর্তন নিয়ে বোর্ডের পরিকল্পনার কথা।

২০১১ সালের বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের নির্বাচক কমিটির সঙ্গে যুক্ত আছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০১৬ সালের জুন থেকে দায়িত্ব পান দলের প্রধান নির্বাচক হিসেবে। সাবেক এই অধিনায়কের সঙ্গে বর্তমান কমিটিতে আরও আছেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক, যার মেয়াদ শেষ হবে আসছে ৩১ ডিসেম্বর।

বিশ্বকাপের সময় এক টিভি চ্যানেলে বাংলাদেশ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, বোর্ড চাইলে তিনি জাতীয় দলের নির্বাচক হতে প্রস্তুত। আশরাফুলের এই মন্তব্যের প্রেক্ষিতে বোর্ড সভাপতি সরাসরি জানান, জাতীয় দলের নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করার জন্য যে কারও দরজা খোলা।

আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। তারা দেখবেন, কারা কারা আগ্রহী এবং তাদের নিজেদের একটা পছন্দও থাকবে। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে, আমরা বাছাই করব। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোন সমস্যা নেই।

তবে নতুন নির্বাচক কমিটি যে এখনই ঘোষণা হচ্ছে না তা স্পষ্ট করেই জানিয়ে দেন নাজমুল। আগামী ৭ জানুয়ারি দেশের জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সম্ভাব্য সময় হিসেবে বিপিএলের কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, নির্বাচক কমিটি নিয়ে আমাদের চিন্তা... আমি তো (জানুয়ারির) তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপর বোর্ড সভা করে আমরা সিদ্ধান্ত নেব। যত দ্রুত সম্ভব পারলে - দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।

মন্তব্য করুন: