সৌম্য সরকারের জোড়া ‘ডাক’

১৭ ডিসেম্বর ২০২৩

সৌম্য সরকারের জোড়া ‘ডাক’

ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়ে পারফর্ম না করেই গত সেপ্টেম্বরে ওয়ানডে দলে ফিরেছিলেন সৌম্য সরকার। মূলতঃ কোচ চান্ডিকা হাথুরুসিংহের আগ্রহেই এই হার্ডহিটারকে ফেরানো হয়। কিন্তু মিরপুরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ‘ডাক’ মারেন। দল থেকে ফের বাদ দেওয়া হয় তাকে। কিন্তু সৌম্যর যেন সুযোগের শেষ নেই। আরও একবার সুযোগ পেয়ে সেটাও হারালেন হেলায়!

জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফর্ম করায় সেই নিউ জিল্যান্ডের বিপক্ষেই অ্যাওয়ে ওয়ানডে সিরিজে ফের ডাকা হয় সৌম্যকে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও তিনি টপ অর্ডারে খেলে ৫৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। সব মিলিয়ে ডানেডিনে রোববারের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাওয়ার দাবি জোরালো করেন সৌম্য। সেই সুযোগ মিলেও যায়। তানজিদ হাসান তামিমের বদলে পছন্দের ওপেনিং পজিশনে ব্যাটিং করার সুযোগ পান। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন কই?

ইনিংসের প্রথম তিন বলে কোনো রান নিতে পারেননি। অ্যাডাম মিল্নের করা চতুর্থ বলটি লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে ঘুরে যায়। সৌম্য রিভার্স সুইপ খেলতে গেলে বল তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে। এই নিয়ে টানা দুই ওয়ানডেতে ‘ডাক’ মারলেন সৌম্য। সর্বশেষ পাঁচ ওয়ানডে বিবেচনায় সৌম্যর ‘ডাক’ তিনটি।

ডানেডিনে ব্যাটিংয়ে নামার আগে বল হাতেও ভালো করতে পারেননি সৌম্য। ৬ ওভারে ৬৩ রান দিয়ে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার হয়েছেন। পাননি কোনো উইকেট। এছাড়া টম ল্যাথামের ক্যাচও ছেড়েছেন একবার। এরপরও হাথুরুসিংহে এবং টিম ম্যানেজম্যান্ট সৌম্যকে ফের সুযোগ দেবেন কিনা- তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। যদিও সৌম্যর সুযোগ কখনো শেষ হয় না।

মন্তব্য করুন: