আমি ভুল করেছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে: বিজয়
১৭ ডিসেম্বর ২০২৩
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে নামা এনামুল হক বিজয়ের জন্য ছিল অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় তিনি পাসই করে গেছেন। দল হারলেও বিজয় করেছেন সর্বোচ্চ ৪৩ রান। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। ক্লার্কসনের বলে কট অ্যান্ডে বোল্ড হওয়া বিজয়ের আফসোস হচ্ছে ইনিংসটা লম্বা করতে না পারায়। ম্যাচ শেষে স্বীকার করেছেন নিজের ভুল। সেইসঙ্গে আবার সুযোগ পেলে ভুল শোধরানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
ডানেডিনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিজয় বলেন, “আমি, আফিফ বা হৃদয় যদি আরেকটু ধৈর্য্য ধরতাম, আরেকটু লম্বা সময় খেলতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় দৃশ্যটা ভিন্ন হতে পারত। যদি শেষ পাঁচ ওভারে পঞ্চাশও লাগত, তাহলেও আমরা ম্যাচটাকে বের করে আনতে পারতাম। আমাদের ভালো সুযোগ ছিল। ব্যাটিংয়ে মোমেন্টাম পেয়েছিলাম। সবার মাঝে বিশ্বাস ছিল জিততে পারব। আসলে অবশ্যই দোষটা আমি নিতে চাই। আমি ভুল করেছি। যদি বড় রান করে আসতে পারতাম, ম্যাচটা শেষ করে আসতে পারতাম, তাহলে দলের জন্য খুবই ভালো হতো। একটা জয় দিয়ে শুরু করতে পারতাম। সত্যিই নিজেকে অপরাধী মনে হচ্ছে।”
দলের জয়ের জন্য ব্যক্তিগত পর্যায়ে বড় ইনিংস খেলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেন বিজয়, “আসলে যেসব প্লেয়ার এখন (উইকেটে) সেট হয়েছে বা হচ্ছে… এখনকার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমরা দেখছি যে, তারা সবাই বড় স্কোর গড়ে। এতে দলের জন্য সুবিধা হয়ে যায়। একজন টপ অর্ডার ব্যাটার যদি ৩০-৪০ ওভার পর্যন্ত উইকেটে থাকে, তখন কিন্তু অটোম্যাটিক্যালি রানের চাকা ঘুরতে থাকে। দলের উপকার হয়। ব্যক্তি ভালো করলে দলেরও ভালো করার সম্ভাবনা বাড়ে। তো আমাদের টপ অর্ডারকে দায়িত্বটা নিতে হবে এবং রানগুলোকে (বড় করতে হবে)। আজ আমি সেট হয়েছি, কিন্তু (ইনিংস) বড় করতে পারিনি, আফসোস হচ্ছে। যদি পরবর্তীতে সুযোগ পাই সেদিন যেন করতে পারি। এভাবেই একদিন লিটন সেট হবে, একদিন সৌম্য সেট হবে, একদিন শান্ত সেট হবে, তারাও যেন ইনিংসটা বড় করতে পারে।”
মন্তব্য করুন: