জাবি শিক্ষার্থী আশিকুরই যুব এশিয়া কাপ জয়ের নায়ক
১৮ ডিসেম্বর ২০২৩
৭১, ৫৫*, ১১৬*, ৭, ১২৯। এটা আন্তর্জাতিক অঙ্গন চষে বেড়ানো কোনো দুঁদে ক্রিকেটারের ব্যক্তিগত স্কোরকার্ড নয়। বরং সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার আশিকুর রহমান শিবলির রান। রোববার আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালের ম্যাচসেরা তো বটেই, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আশিকুর।
শুধু ক্রিকেট নয়, ১৮ বছর ১৭ দিন বয়সী আশিকুর পড়াশোনাতেও ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুরের এই অর্জনে তার সহপাঠী এবং শিক্ষকরা এখন গর্বিত। ইতোমধ্যেই তিনি পরিচিতি পেয়ে গেছেন ‘রানমেশিন’ হিসেবে। ৫ ইনিংসে ১২৬ গড়ে করেছেন ৩৭৮ রান যা টুর্নামেন্টের সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন দুটি, পঞ্চাশোর্ধ ইনিংসও খেলেছেন দুটি। জিতেছেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার, ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।
বয়সভিত্তিক দল থেকে নিয়মিতই ক্রিকেটার আসছে জাতীয় দলে। কিন্তু সিনিয়র পর্যায়ে গিয়ে বেশিরভাগই পারফর্ম করতে পারছেন না। হয়তো কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে। সিনিয়র পর্যায়ে যাওয়ার আগে তাদের পরিচর্যাটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। যেখানে বাংলাদেশে ক্রিকেট তুমুল জনপ্রিয়, সেখানে এই তরুণরা যাতে ঝরে না পড়েন- এটাই দাবি আশিকুরের সহপাঠীদের।
মন্তব্য করুন: