বাংলাদেশের যুব এশিয়া কাপ জয়ে ওয়াসিম জাফরের স্বপ্নপূরণ
১৮ ডিসেম্বর ২০২৩
জাতীয় দলের হোক বা যুব দলেরেই হোক, বাংলাদেশ-ভারতের ম্যাচ হলেই টান টান উত্তেজনায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। পরাজিত দলের সমর্থকরা জয়ী দলকে সমালোচনায় ভাসাতে দেখা যায়। তবে এবার ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়া বাংলাদেশ যুব দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও তাদেরকে প্রশংসায় ভাসালেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর, জানালেন নিজের স্বপ্নপূরণের কথা।
যুব দলের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে চেনেন জাফর। ভারতের সাবেক এই ওপেনার গত দুই বছর ধরে যুব দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। মাহফুজুর রহমান রাব্বির দলের সফলতার পেছনে সক্রিয় অবদান ছিল সাবেক ব্যাটারের।
সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর জাফর এক্সে (পূর্বের টু্ইটার) লিখেন, “বাংলাদেশের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা! আমরা স্বপ্ন দেখেছিলাম, ছেলেরা আজ সেটা পূরণ করল। এতে অত্যন্ত খুশি ও গর্বিত। ভালো খেলেছো ছেলেরা... এশিয়ার চ্যাম্পিয়নরা।”
মন্তব্য করুন: